মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়

হাদীস নং: ৪৩
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
পরিচ্ছেদ: নবী (ﷺ)-এর স্বপ্ন।
৪৩। আসওয়াদ ইবন হিলাল (র) সূত্রে তাঁর সম্প্রদায়ের এক ব্যক্তি থেকে বর্ণিত। আসওয়াদ (রা) বলেন, তিনি উমর ইবনুল খাত্তাব (রা)-এর শাসনকালে বলতেন, উসমান (রা) মৃত্যুবরণ করবেন না; যাবত না তিনি খলীফা হবেন। আমরা বললাম, আপনি এটা কিভাবে জানলেন? তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি। আমি আজ রাতে স্বপ্নে দেখেছি যে, আমার তিনজন সাহাবীকে পরিমাপ করা হয়েছে। আবূ বকর (রা)-কে পরিমাপ করা হলে, সে (সকলের অপেক্ষা) ভারি হয়। এরপর উমর (রা)-কে পরিমাপ করা হলে, সে (অন্যদের অপেক্ষা) ভারি সাব্যস্ত হয়। এরপর উসমান (রা)-কে পরিমাপ করা হয়। তিনি আমাদের সঙ্গি এবং নেক মানুষ- তার (তাদের তুলনায়) ওযন কম হয়।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদ হাসান এবং এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب تعبير الرؤيا
باب رُؤى النبي صلى الله عليه وسلم
عن الأسود بن هلال (4) عن رجل من قومه قال كان يقول في خلافة عمر بن الخطاب لا يموت عثمان حتى يستخلف، قلنا من أين تعلم ذلك؟ قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول رأيت الليلة في المنام كأن ثلاثة من أصحابي وزنوا، فوزن أبو بكر فوزن، ثم وزن عمر فوزن، ثم وزن عثمان فنقص صاحبنا وهو صالح
tahqiqতাহকীক:তাহকীক চলমান