মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
হাদীস নং: ৪২
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
পরিচ্ছেদ: নবী (ﷺ)-এর স্বপ্ন।
৪২। জাবির ইবন আবদিল্লাহ (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আজ রাতে আমাকে একজন নেককার ব্যক্তিকে দেখানো হয় এবং আরো দেখানো হয় যে, আবূ বকর (রা) রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে সংযুক্ত, উমর (রা) আবূ বকর (রা)-এর সঙ্গে সংযুক্ত এবং উসমান (রা) উমর (রা)-এর সঙ্গে সংযুক্ত। জাবির (রা) বলেন, এরপর আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট হতে উঠে এসে (নিজেদের ধারণা অনুযায়ী) মন্তব্য করলাম যে, সেই নেককার ব্যক্তি হলেন স্বয়ং রাসূলুল্লাহ (ﷺ)। আর রাসূলুল্লাহ (ﷺ) যাদেরকে একে অপরের সঙ্গে সংযুক্ত বর্ণনা করেছেন, তারা হলেন, এই দীনের নেতৃবর্গ; যে দীন দিয়ে আল্লাহ তাঁর নবী (ﷺ)-কে পাঠিয়েছেন।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায়নি। এর সনদ হাসান।)
(হাদীসটি অন্যত্র পাওয়া যায়নি। এর সনদ হাসান।)
كتاب تعبير الرؤيا
باب رُؤى النبي صلى الله عليه وسلم
عن جابر بن عبد الله (2) أن رسول الله صلى الله عليه وسلم قال أرِى الليلة رجل صالح أن أبا بكر نِيطَ (3) برسول الله صلى الله عليه وسلم ونيط عمر بأبي بكر ونيط عثمان بعمر، قال جابر فلما قمنا من عند رسول الله صلى الله عليه وسلم قلنا أما الرجل الصالح فرسول الله صلى الله عليه وسلم، وأما ما ذكر رسول الله صلى الله عليه وسلم من نوط بعضهم لبعض فهم ولاة هذا الأمر الذي بعث الله به نبيه صلى الله عليه وسلم