মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
হাদীস নং: ৩৮
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
পরিচ্ছেদ: নবী (ﷺ)-এর স্বপ্ন।
৩৮। আবূ সা'ঈদ খুদরী (রা) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা রয়েছে।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب تعبير الرؤيا
باب رُؤى النبي صلى الله عليه وسلم
عن أبي سعيد الخدري (11) عن النبي صلى الله عليه وسلم نحوه