মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
হাদীস নং: ৩৯
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
পরিচ্ছেদ: নবী (ﷺ)-এর স্বপ্ন।
৩৯। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত যে, ঘুমন্ত ব্যক্তি যেরূপ দেখে সেরূপ নবী (ﷺ) দেখলেন যে, তাঁর নিকট দু'জন ফেরেশতা আসলেন। তাদের একজন তাঁর পদদ্বয়ের নিকট বসলেন আর অপরজন তাঁর মাথার নিকট বসলেন। যিনি পায়ের নিকট বসলেন তিনি মাথার নিকট উপবিষ্টজনকে বললেন, এই নবী (ﷺ) এবং তাঁর উম্মতের একটি উদাহরণ বর্ণনা করুন। সে ফেরেশতা বললেন, তাঁর এবং তাঁর উম্মতের উদাহরণ হল এমন এক সম্প্রদায়ের ন্যায়, যারা (সফর করে) এক বিশাল জনশূন্য প্রান্তরের কিনারায় পৌঁছল। কিন্তু তাদের নিকট এই পরিমাণ পাথেয় নেই যে, তারা এর দ্বারা মরুপ্রান্তর অতিক্রম করতে পারবে অথবা সেখান হতে ফিরে আসতে পারবে। যখন তারা এই দুরাবস্থার শিকার তখন তাদের নিকট ইয়ামানী পোশাক পরিহিত একলোক এসে বলল, তোমরা ভেবে দেখ যে, যদি আমি তোমাদেরকে সবুজ-শ্যামল, বাগ-বাগিচা এবং নয়নাভিরাম চৌবাচ্চাসমূহে নিয়ে যেতে চাই তবে কি তোমরা আমার অনুসরণ করবে? তারা বলল, হ্যাঁ। ফেরেশতা বলেন, এরপর সে তাদেরকে নিয়ে চলল এবং সবুজ-শ্যামল, বাগ-বাগিচা এবং নয়নাভিরাম চৌবাচ্চাসমূহে পৌঁছে দিল। তারপর তারা (সেখানে তৃপ্তিসহকারে) পানাহার করে মোটা হয়ে গেল। এরপর সে লোক বলল, আমি কি তোমাদের সঙ্গে ঐ দুঃসময়ে মিলিত হই নি? তখন তোমরা আমাকে কথা দিয়েছিলে যে, যদি আমি তোমাদেরকে সবুজ- শ্যামল, বাগ-বাগিচা এবং নয়নাভিরাম চৌবাচ্চাসমূহে নিয়ে যাই তবে তোমরা আমরা অনুগামী হবে। লোকেরা বলল, হ্যাঁ। সে বলল, তবে শোন! তোমাদের সামনে এর চেয়ে অধিক সবুজ-শ্যামল, বাগ- বাগিচা ও নয়নাভিরাম চৌবাচ্চা রয়েছে। সুতরাং তোমরা আমার সঙ্গে সেখানে চল। ফেরেশতা বলেন, তখন তাদের মধ্যে একদল বলল, সে সত্যই বলেছে, আল্লাহর শপথ। আমরা তার অনুগামী হবো আর একদল বলল, আমরা এটার ওপরই সন্তুষ্ট; এখানেই আমরা অবস্থান করবো।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ, তবারানী, বাযযার বর্ণনা করেছেন। এর সনদ হাসান।)
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ, তবারানী, বাযযার বর্ণনা করেছেন। এর সনদ হাসান।)
كتاب تعبير الرؤيا
باب رُؤى النبي صلى الله عليه وسلم
عن ابن عباس (1) أن رسول الله صلى الله عليه وسلم أتاه فيما يرى النائم ملكان فقعد أحدهما عند رجليه والآخر عند رأسه فقال الذي عند رجليه للذي عند رأسه اضرب مثل هذا ومثل أمته فقال إن مثَله ومثَل أمته كمثل قوم سَفْر انتهوْا إلى رأس مفازة (2) فلم يكن معهم من الزاد ما يقطعون به المفازة ولا ما يرجعون به، فبينما هم كذلك إذ أتاهم رجل في حُلة حَبرة (3) فقال أرأيتم أن وردت بكم رياضا معشبة وحياضا رٌواءا (4) أتتبعوني؟ فقالوا نعم قال فانَطلق بهم فأوردهم رياضا معشبة وحياضا رُواءا فأكلوا وشربوا وسمنوا، فقال لهم ألم ألقكم على تلك الحال فجعلتم لي إن وردت بكم رياضا معشبة وحياضا رُواءا أن تتبعوني؟ فقالوا بلى: قال فإن بين أيديكم رياضا أعشب من هذه وحياضا أروى من هذه فاتبعوني، قال فقالت طائفة صدق والله لنتبعنه، وقالت طائفة قد رضينا بهذا نقيم عليه