মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
হাদীস নং: ৩৭
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
পরিচ্ছেদ: নবী (ﷺ)-এর স্বপ্ন।
৩৭। আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, একদা আমি ঘুমন্ত ছিলাম। সে সময় দেখলাম যে, পৃথিবীর সকল ধন-ভাণ্ডার আমাকে দান করা হয়েছে। এরপর আমার দু'হাতে দু'টি সোনার কংকন রাখা হল। তখন এগুলো আমার নিকট ভারী মনে হল এবং এগুলো আমাকে দুশ্চিন্তায় ফেলে দিল। এরপর আমার নিকট ওহী অবতীর্ণ হল যে, আপনি দু'টোকে ফুঁৎকার দিন। এরপর আমি ফুঁৎকার দিলে। এগুলো দূর হয়ে গেল। তারপর আমি এ দু'টোর ব্যাখ্যা করলাম যে, তারা হল দু'জন মিথ্যা নবী (ﷺ)। যাদের মাঝে আমি রয়েছি। একজন হল, সান'আ অধিবাসী আর অপরজন হল ইয়ামামার অধিবাসী।
(বুখারী, মুসলিম, তিরমিযী, ইবন মাজাহ ও অন্যান্য)
(বুখারী, মুসলিম, তিরমিযী, ইবন মাজাহ ও অন্যান্য)
كتاب تعبير الرؤيا
باب رُؤى النبي صلى الله عليه وسلم
عن أبي هريرة (7) قال قال رسول الله صلى الله عليه وسلم بينما أنا نائم أوتيت بخزائن الأرض (8) فوضع في يديّ سواران من ذهب فكبُرا عليّ، وأهمّاني فأوحى إليّ أن انفخهما (9) فنفختهما فذهبا فأولتهما الكذابَين اللذين أنا بينهما صاحب صنعاء (10) وصاحب اليمامة