মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
হাদীস নং: ৩৬
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
পরিচ্ছেদ: নবী (ﷺ)-এর স্বপ্ন।
৩৬। উবায়দুল্লাহ (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবন আব্বাস (রা)-কে রাসূলুল্লাহ (ﷺ)-এর স্বপ্ন সম্বন্ধে জিজ্ঞাসা করলাম, যা তিনি বর্ণনা করেছেন। ইবন আব্বাস (রা) বললেন, আমাকে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, একদা আমি ঘুমন্ত থাকাকালে দেখলাম যে, আমার দু'হাতে স্বর্ণের দু'টি কংকন রাখা হয়েছে। এতে আমি ভয় পেয়ে গেলাম (কেননা, স্বর্ণ ব্যবহার করা পুরুষের জন্য হারাম) এবং এগুলোকে ঘৃণা করলাম। তখন আমাকে নির্দেশ দেওয়া হলে আমি এ দু'টোকে ফুঁৎকার দিলাম। এরপর এগুলো উড়ে গেল। আমি এ এই দু'টির ব্যাখ্যা করলাম যে, দু'জন মিথ্যা নবুওয়াতের দাবীদার বের হবে। বর্ণনাকারী উবায়দুল্লাহ (র) বলেন, তাদের একজন হল, আনাসী, যাকে ইয়ামানে ফাযরূয হত্যা করেছেন। আর অপরজন হল মুসায়লামা।
(বুখারী, নাসাঈ, ইবন মাজাহ ও অন্যান্য)
(বুখারী, নাসাঈ, ইবন মাজাহ ও অন্যান্য)
كتاب تعبير الرؤيا
باب رُؤى النبي صلى الله عليه وسلم
عن عبيد الله (3) قال سألت عبد الله بن عباس رضي الله عنهما عن رؤيا رسول الله صلى الله عليه وسلم التي ذكر: فقال ابن عباس ذكر لي رسول الله صلى الله عليه وسلم قال بينما أنا نائم رأيت أنه وضع في يَديّ سِواران من ذهب ففظِعتهما (4) فكرهتهما وأذن لي فنفختهما فطارا فأوّلتهما كذابين يخرجان، قال عبيد الله أحدهما العلمي (5) الذي قلته فيروز باليمن والآخر مسيلمة