মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
হাদীস নং: ৩৫
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
পরিচ্ছেদ: ঘুমের সময় শয়তানের তামাশা সম্বন্ধে কাউকে সংবাদ দিবে না।
৩৫। আবু ইসরাঈল (র)-এর আযাদকৃত দাস জা'দা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ)-কে দেখেছি যে, এক ব্যক্তি তাঁর নিকট একটি স্বপ্ন বর্ণনা করল এবং তার স্থূলতা ও মেদ বাহুল্যের বিষয়টি ব্যক্ত করল। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, যদি এটা এই স্থান ব্যতীত অন্য স্থানে হত, তবে তা তোমার জন্য কল্যাণকর হত।
দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর নিকট শুনেছি, তিনি ভারি মেদবিশিষ্ট একলোককে দেখলেন। নবী (ﷺ) স্বীয় আঙ্গুল দ্বারা তার পেটের প্রতি ইঙ্গিত করে বললেন, যদি এটা এই স্থান ব্যতীত অন্য স্থানে হত, তবে তা তোমার জন্য কল্যাণকর হত।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর নিকট শুনেছি, তিনি ভারি মেদবিশিষ্ট একলোককে দেখলেন। নবী (ﷺ) স্বীয় আঙ্গুল দ্বারা তার পেটের প্রতি ইঙ্গিত করে বললেন, যদি এটা এই স্থান ব্যতীত অন্য স্থানে হত, তবে তা তোমার জন্য কল্যাণকর হত।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب تعبير الرؤيا
باب لا يخبز بتلعُّب الشيطان به في المنام
عن جعدة مولى ابى اسرائيل (10) قال رأست رسول الله صلى الله عليه وسلم ورجل يقص عليه رؤيا وذكر سمنه وعظمه (1) فقال له رسول الله صلى الله عليه وسلم لو كان هذا في غير هذا لكان خيرا لك (وعنه من طريق ثان) (2) قال سمعت النبي صلى الله عليه وسلم ورأى رجلا سمينا فجعل النبي صلى الله عليه وسلم يومئ إلى بطنه بيده ويقول لو كان هذا في غير هذا المكان لكان خيرا لك