মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়

হাদীস নং: ৩৪
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
পরিচ্ছেদ: ঘুমের সময় শয়তানের তামাশা সম্বন্ধে কাউকে সংবাদ দিবে না।
৩৪। আবু ইসরাঈল জুশামী (র) সূত্রে তার শায়খ আবূ জা'দা (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ)-এর নিকট এক ব্যক্তির স্বপ্ন বর্ণনা করা হলে, তিনি তাকে ডেকে পাঠান। তারপর সে এসে তার ঘটনা বর্ণনা করতে লাগল। লোকটি বিশাল আকারের মেদবিশিষ্ট ছিল। সে সময় তিনি স্বীয় আঙ্গুল দ্বারা তার পেটের প্রতি ইঙ্গিত করে বললেন, যদি এটা এই স্থান ব্যতীত অন্য স্থানে হত, তবে তা তোমার জন্য কল্যাণকর হত।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায়নি। হায়ছামী (র) বলেছেন, আহমাদ (র)-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب تعبير الرؤيا
باب لا يخبز بتلعُّب الشيطان به في المنام
عن أبى اسرائيل الجشمى (8) عن شيخ لهم يقال له أبو جعدة أن النبي صلى الله عليه وسلم رأى لرجل رؤيا، قال فبعث إليه فجاء فجعل يقصها عليه وكان الرجل عظيم البطن فجعل يقول بإصبعه في بطنه لو كان هذا في غير هذا لكان خيرا لك
tahqiqতাহকীক:তাহকীক চলমান