মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
হাদীস নং: ৩৩
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
পরিচ্ছেদ: ঘুমের সময় শয়তানের তামাশা সম্বন্ধে কাউকে সংবাদ দিবে না।
৩৩। আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বলল, আমি স্বপ্নে দেখেছি যে, আমার মাথায় আঘাত করা হয়েছে। পরে দেখলাম যে, এটা (মাটিতে পড়ে) গড়াগড়ি করছে। এ কথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) মুচকি হাঁসলেন। তারপর বললেন, শয়তান রাতের বেলা তোমাদের কারো নিকট এসে তাকে ভীতিকর বস্তু দেখায়। তারপর সে (স্বপ্নদ্রষ্টা) আবার ভোরবেলা মানুষের নিকট সংবাদ দেয়। (এরূপ করা উচিত নয়।)
(ইবন মাজাহ। বুসীরী (র) বলেছেন, এর সনদ সহীহ এবং ইহার বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(ইবন মাজাহ। বুসীরী (র) বলেছেন, এর সনদ সহীহ এবং ইহার বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب تعبير الرؤيا
باب لا يخبز بتلعُّب الشيطان به في المنام
عن أبى هريرة (5) قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال انى رأيت رأسى ضرب فرأيته يتهدهده (6) فتبسم رسول الله صلى الله عليه وسلم ثم قال يطرق أحدكم الشيطان فيتهول له ثم يغدو يخبر الناس