মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়

হাদীস নং: ৩২
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
পরিচ্ছেদ: ঘুমের সময় শয়তানের তামাশা সম্বন্ধে কাউকে সংবাদ দিবে না।
৩২। জাবির ইবন আবদিল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী (ﷺ)-এর নিকটে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! গতরাত দেখলাম, যেরূপ ঘুমন্ত ব্যক্তি দেখে থাকে (অর্থাৎ স্বপ্ন) যেন আমার ঘাড়ে আঘাত করা হয়েছে। ফলে আমার মাথা পৃথক হয়ে নীচে পড়ে যায়। এরপর আমি সেটাকে ধরে স্বস্থানে স্থাপন করলাম। (ইহা শুনে) রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যখন শয়তানে তোমাদের কাউকে নিয়ে তামাশা করে, তবে সে যেন তা মানুষের নিকট বর্ণনা না করে।
(মুসলিম, ইবন মাজাহ ও অন্যান্য)
كتاب تعبير الرؤيا
باب لا يخبز بتلعُّب الشيطان به في المنام
عن جابر بن عبد الله (3) قال أتى النبىَّ صلى الله عليه وسلم رجل فقال يا رسول الله رأيت البارحة فيما يرى النائم كأن عنقى ضربت فسقط رأسى فاتبعته فأخذته فأعدته مكانه فقال رسول الله صلى الله عليه وسلم إذا لعب الشيطان بأحدكم (4) فلا يحدثن به الناس
tahqiqতাহকীক:তাহকীক চলমান