মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
হাদীস নং: ৩১
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
পরিচ্ছেদ: স্বপ্নের ব্যাখ্যা
৩১। হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) 'ভাল স্বপ্ন' পসন্দ করতেন। অনেক সময় তিনি বলতেন, তোমাদের মধ্যে কি কেউ কোন স্বপ্ন দেখেছে? কোন ব্যক্তি স্বপ্ন দেখলে তিনি তাকে এ সম্বন্ধে জিজ্ঞাসা করতেন। স্বপ্নে দূষণীয় কিছু না থাকলে তিনি তা শুনে স্বপ্নদ্রষ্টার নিকট আনন্দ প্রকাশ করতেন। বর্ণনাকারী বলেন, এরপর এক মহিলা এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমি স্বপ্নে দেখলাম যেন আমি জান্নাতে প্রবেশ করেছি। সেখানে একটি বিকট শব্দ শুনলাম, যার কারণে জান্নাত পর্যন্ত কেঁপে উঠল। তাকিয়ে দেখলাম যে, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুককে এখানে আনা হয়েছে। তাদের হিসাব করে দেখলাম যে, তারা মোট বারজন পুরুষ। (বর্ণনাকারী বলেন,) রাসুলুল্লাহ এ সময়ে একটি সেনাদল পাঠিয়ে ছিলেন। স্ত্রীলোকটি বলেন, তাদেরকে উপস্থিত করা হল। তাদের পরনে ময়লাযুক্ত কাপড় ছিল এবং তাদের শিরা হতে রক্ত প্রবাহিত হচ্ছিল। বলা হল, তোমরা (ফেরেশতাগণ) তাদেরকে বায়দাখ অথবা বললেন, বায়দাহ নহরে নিয়ে যাও। বর্ণনাকারী বলেন, এরপর তাদেরকে তাতে প্রবেশ করানো হল। তারপর তারা সেখান হতে এমনভাবে বের হয়ে এল যে, তাদের চেহারা পূর্ণিমা রাতের চাঁদের ন্যায় ছিল। তারপর তাদের নিকট স্বর্ণনির্মিত কয়েকটি চেয়ার আনা হল। তারা তাতে বসল। এরপর তাদের নিকট একটি পাত্র অথবা এ ধরনের কোন শব্দ বললেন- আনা হল। তাতে কাঁচা খেজুর ছিল। তারা এগুলো খেল। যখনই তারা এগুলো উল্টাত তখন তারা তাদের ইচ্ছানুযায়ী ফল আহার করত এবং আমিও তাদের সঙ্গে আহার করলাম।
বর্ণনাকারী বলেন, তারপর সেই প্রেরিত সেনাদল হতে সংবাদবাহক এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)। আমাদের এমন এমন ঘটনা ঘটেছে এবং অমুক অমুক নিহত হয়েছে। তিনি এভাবে বারজনের নাম বললেন; স্ত্রীলোকটি যাদের নাম বলেছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, স্ত্রীলোকটিকে আমার নিকট নিয়ে উপস্থিত কর। এরপর (সে উপস্থিত হলে) তিনি বললেন, তুমি তোমার স্বপ্ন এই লোকের সামনে বর্ণনা কর। তখন সে বর্ণনা করল। বর্ণনাকারী বলেন, সে রাসূলুল্লাহ (ﷺ)-কে যেরূপ শুনিয়েছিল, সেরূপই বর্ণনা করল।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
বর্ণনাকারী বলেন, তারপর সেই প্রেরিত সেনাদল হতে সংবাদবাহক এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)। আমাদের এমন এমন ঘটনা ঘটেছে এবং অমুক অমুক নিহত হয়েছে। তিনি এভাবে বারজনের নাম বললেন; স্ত্রীলোকটি যাদের নাম বলেছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, স্ত্রীলোকটিকে আমার নিকট নিয়ে উপস্থিত কর। এরপর (সে উপস্থিত হলে) তিনি বললেন, তুমি তোমার স্বপ্ন এই লোকের সামনে বর্ণনা কর। তখন সে বর্ণনা করল। বর্ণনাকারী বলেন, সে রাসূলুল্লাহ (ﷺ)-কে যেরূপ শুনিয়েছিল, সেরূপই বর্ণনা করল।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب تعبير الرؤيا
باب ما جاء في تأويل الرؤيا
عن أنس بن مالك (5) قال كان رسول الله صلى الله عليه وسلم تعجبه الرؤيا الحسنة فربما قال هل رأى أحد منكم رؤيا؟ فإذا رأى الرجل رؤيا سأل عنه، فإن كان ليس به بأس كان أعجب لرؤياه إليه، قال فجاءت امرأة فقالت يا رسو الله رأيت كأني دخلت الجنة فسمعت بها وجبة (6) أرتجت لها الجنة فنظرت فإذا قد جيء بفلان بن فلان حتى عدّت اثنى عشر رجلًا، وقد بعث رسول الله صلى الله عليه وسلم سرية قبل ذلك، قالت فجيء بهم عليهم ثياب طلس (7) تشخب أوداجهم، قال فقيل اذهبوا بهم إلى نهر السدخ أو قال إلى نهر البيدج، قال فغمسوا فيه فخرجوا منه وجوهم كالقمر ليلة البدر، ثم أتو بكراسي من ذهب فقعدوا عليها وأتىَ بصحفة (1) أو كلمة نحوها فيها بسرة (2) فأكلوا منها يقلبونها لشق الا أكلوا من فاكهة ما أرَادوا واكلت معهم، قال فجاء البشير من تلك السَّرِيّة فقال يا رسول الله كان من أمرنا كذا وكذا واصيب فلان وفلان حتى عدّ الاثنى عشر الذين عدتهم المرأة قال رسول الله صلى الله عليه وسلم علىّ بالمرأة، قال قصى على هذا رؤياك فقصصت، قال هو كما قالت لرسول الله صلى الله عليه وسلم