মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
হাদীস নং: ৩০
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
পরিচ্ছেদ: স্বপ্নের ব্যাখ্যা
৩০। উমারা ইবন উসামা ইবন সাহল ইবন হুনায়ফ (র) থেকে বর্ণিত। তিনি খুযায়মা ইবন সাবিত আনসারী (রা) থেকে হাদীস বর্ণনা করেন। তিনি স্বপ্নে দেখলেন যে, তিনি নবী (ﷺ)-কে চুমু দিচ্ছেন। এরপর তিনি নবী (ﷺ)-এর নিকট এসে তাকে এ বিষয়ে অবহিত করলেন। তখন নবী (ﷺ) তাকে কাছে টেনে নিলেন। তিনি তাঁর কপালে চুমু দিলেন।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ বর্ণনা করেছেন। এর সনদে বর্ণনাকারী উমারা ইবন উসমান থেকে আবূ জা'ফর খাতমী ব্যতীত অন্য কেউ বর্ণনা করেন নি। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। )
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ বর্ণনা করেছেন। এর সনদে বর্ণনাকারী উমারা ইবন উসমান থেকে আবূ জা'ফর খাতমী ব্যতীত অন্য কেউ বর্ণনা করেন নি। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। )
كتاب تعبير الرؤيا
باب ما جاء في تأويل الرؤيا
عن عمارة بن عثمان بن سهل بن حنيف ، يحدث عن خزيمة بن ثابت : أنه رأى في منامه أنه يقبل النبي صلى الله عليه وسلم ، فأتى النبي صلى الله عليه وسلم ، فأخبره بذلك ، فناوله النبي صلى الله عليه وسلم فقبل جبهته.