মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়

হাদীস নং: ২৯
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
পরিচ্ছেদ: স্বপ্নের ব্যাখ্যা
২৯। উমারা ইবন খুযায়মা ইবন সাবিত (র) থেকে বর্ণিত যে, তার পিতা বলেছেন, আমি স্বপ্নযোগে দেখেছি যে, আমি নবী (ﷺ)-এর কপালে সিজদা করছি। এরপর আমি এ বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ)-কে অবহিত করলে তিনি বললেন, (স্বপ্নযোগে) এক আত্মা অপর আত্মার সঙ্গে মিলিত হয়। এরপর নবী (ﷺ) স্বীয় মাথা এভাবে অবনত করলেন। তখন তিনি স্বীয় কপাল নবী (ﷺ)-এর কপালের ওপর রাখলেন।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও তবারানী বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب تعبير الرؤيا
باب ما جاء في تأويل الرؤيا
عن عمارة بن خزيمة بن ثابت ، أن أباه ، قال : رأيت في المنام كأني أسجد على جبهة النبي صلى الله عليه وسلم ، فأخبرت بذلك رسول الله صلى الله عليه وسلم ، فقال : إن الروح لتلقى الروح وأقنع النبي صلى الله عليه وسلم رأسه هكذا ، فوضع جبهته على جبهة النبي صلى الله عليه وسلم.
tahqiqতাহকীক:তাহকীক চলমান