মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়

হাদীস নং: ২৮
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
পরিচ্ছেদ: স্বপ্নের ব্যাখ্যা
২৮। ইবন শিহাব (র) সূত্রে উমারা ইবন খুযায়মা ইবন সাবিত আনসারী (র) থেকে বর্ণিত। খুযায়মা (রা) হলেন, রাসূলুল্লাহ (ﷺ) যার সাক্ষ্যকে দুই ব্যক্তির সাক্ষ্যরূপে স্বীকৃতি দিয়েছেন। ইবন শিহাব (র) বলেন, আমাকে উমারা ইবন খুযায়মা (র) সংবাদ দিয়েছেন। তিনি তার চাচা থেকে বর্ণনা করেন, তাঁর চাচা রাসূল এর সাহাবী ছিলেন। (বর্ণনাকারী বলেন,) খুযায়া ইবন সাবিত (রা) স্বপ্নে দেখলেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর কপালে সাজদা করছেন। এরপর তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে এটা বর্ণনা করলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) চিৎ হয়ে শুইলেন। এরপর তিনি তার কপালে সিজদা করলেন।
দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে উমারা ইবন খুযায়মা (র) সংবাদ দিয়েছেন, খুযায়মা (রা) স্বপ্নযোগে দেখলেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর কপালে সাজদা করছেন। এরপর তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে এটা বর্ণনা করলেন। বর্ণনাকারী বলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) চিৎ হয়ে শুইলেন। তারপর তাঁকে বললেন, তুমি স্বপ্ন বাস্তবায়ন কর। তখন তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর কপালে সিজদা করলেন।
(প্রথম সূত্রে হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ (র) স্বীয় শায়খ 'আমির ইবন সালিহ যুবায়রী (র) থেকে বর্ণনা করেছেন। তিনি এবং আবূ হাতিম (র) তাকে নির্ভরযোগ্য বলেছেন। তবে অনেকে তাকে দুর্বল বলেছেন। এ ছাড়া বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب تعبير الرؤيا
باب ما جاء في تأويل الرؤيا
عن ابن شهاب (11) عن عمارة بن خزيمة بن ثابت الأنصاري، وخزيمة الذي جعل رسول الله صلى الله عليه وسلم شهادته شهادة رجلين قال ابن شهاب فأخبرني عمارة بن خزيمة عن عمه وكان من أصحاب رسول الله صلى الله عليه وسلم (12) أن خزيمة بن ثابت رأى في النوم أنه يسجد على جبهة رسول الله صلى الله عليه وسلم فجاء رسول الله صلى الله عليه وسلم فذكر ذلك له، فاضطجع له رسول الله صلى الله عليه وسلم فسجد على جبهته (وعنه من طريق ثان) (13) أخبرني عمارة ابن خزيمة أن خزيمة (1) أي في المنام أنه يسجد على جبهة رسول الله صلى الله عليه وسلم قال فأتى خزيمة رسول الله صلى الله عليه وسلم فأخبره، قال فاضطجع رسول الله صلى الله عليه وسلم ثم قال له صدق رؤياك فسجد على جبهة رسول الله صلى الله عليه وسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান