মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়

হাদীস নং: ২৭
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
পরিচ্ছেদ: স্বপ্নের ব্যাখ্যা
২৭। আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত যে, তিনি স্বপ্নযোগে দেখলেন, তিনি সূরা সোয়াদ লিখছেন। যখন তিনি সাজদার আয়াত পর্যন্ত পৌছলেন, তখন দেখলেন যে, দোয়াত, কলম এবং তার সামনে উপস্থিত সবকিছু সাজদায় লুটিয়ে পড়েছে। বর্ণনাকারী বলেন, তিনি এটা নবী (ﷺ) -এর নিকট ব্যক্ত করলেন। সে সময় হতে রাসূলুল্লাহ (ﷺ) এখানে এসে সাজদা আদায় করতেন।
(হাদীসটি 'সাজদা তিলাওয়াত' অনুচ্ছেদে বর্ণিত হয়েছে।)
كتاب تعبير الرؤيا
باب ما جاء في تأويل الرؤيا
عن أبي سعيد الخدري (10) أنه رأى رؤيا أنه يكتي ص فلما بلغ إلى سجدتها قال رأى الدواة والقلم وكل شيء بحضرته انقلب ساجدًا، قال فقصها على النبي صلى الله عليه وسلم فلم يزل يسجد بها بعد
tahqiqতাহকীক:তাহকীক চলমান