মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
হাদীস নং: ২৪
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
পরিচ্ছেদ: স্বপ্নের ব্যাখ্যা
২৪। ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি স্বপ্নে দেখলাম, যেন আমার হাতে মোটা রেশমের একটি বস্ত্রখণ্ড রয়েছে। আমি জান্নাতের যে কোন স্থানের দিকে ইঙ্গিত করতাম, সেখানেই এটা আমাকে উড়িয়ে নিয়ে যেত। হাফসা (রা) নবী (ﷺ)-এর নিকট ঘটনাটি ব্যক্ত করলে তিনি বললেন, নিশ্চয় তোমার ভাই সৎ মানুষ অথবা বললেন, নিশ্চয় আবদুল্লাহ সৎ মানুষ।
(বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ)
(বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ)
كتاب تعبير الرؤيا
باب ما جاء في تأويل الرؤيا
عن ابن عمر رضي الله تعالى عنهما (10) قال رأيت في المنام كأن يبدي قطعة استبرق (1) ولا أشير بها إلى مكان من الجنة إلا طارت بي إليه (2) فقصتها حفصة على النبي صلى الله عليه وسلم فقال إن أخاك رجل صالح أو أن عبد الله رجل صالح