মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়

হাদীস নং: ২৫
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
পরিচ্ছেদ: স্বপ্নের ব্যাখ্যা
২৫। সালিম (র) সূত্রে ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, কোন ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)- এর জীবদ্দশায় স্বপ্ন দেখলে, সে তা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট ব্যক্ত করত। ইবন উমর (রা) বলেন, আমি আশা করতাম যে, আমি একটি স্বপ্ন দেখে তা নবী (ﷺ)-এর নিকট ব্যক্ত করি। বর্ণনাকারী বলেন, সে সময় আমি অবিবাহিত নওজোয়ান ছিলাম। আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে মসজিদে নিদ্রা যেতাম। বর্ণনাকারী বলেন, একদা আমি নিদ্রাকালে দেখলাম, যেন দুই ফেরেশতা আমাকে পাকড়াও করলেন এবং তারা আমাকে জাহান্নামের দিকে নিয়ে গেলেন। তখন দেখলাম যে, সেটা ইট পাথর দ্বারা বেষ্টিত, কূপের বেষ্টনীর ন্যায়। এবং আরো দেখলাম যে, তার দু'টি স্তম্ভ রয়েছে, কূপের স্তম্ভের ন্যায়। তার ভিতর এমন কিছু লোক রয়েছে, যাদেরকে আমি চিনি। তখন আমি أعُوذُ بِاللهِ مِنَ النَّارِ (আমি আল্লাহর নিকট জাহান্নাম হতে আশ্রয় চাই।) বলতে শুরু করলাম। এরপর সে দুই ফেরেশতার সঙ্গে আরো এক ফেরেশতা মিলিত হলেন। তিনি আমাকে বললেন, তোমার কোন ভয় নেই। ইবন উমর (রা) বলেন, এরপর আমি এই স্বপ্ন হাফসা (রা)-এর নিকট বর্ণনা করলাম। তারপর হাফসা (রা) এটা রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট বর্ণনা করলেন। তিনি বললেন, আবদুল্লাহ খুব ভাল লোক! যদি সে রাতে সালাত আদায় করত! বর্ণনাকারী সালিম (র) বলেন, এরপর হতে আবদুল্লাহ (রা) রাতে খুব অল্প পরিমাণে নিদ্রা যেতেন।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب تعبير الرؤيا
باب ما جاء في تأويل الرؤيا
عن سالم عن ابن عمر (4) قال كان الرجل في حياة رسول الله صلى الله عليه وسلم إذا رأى رؤيا قصها على النبي صلى الله عليه وسلم قال فتمنيت أن أرى رؤيا فأقصها على النبي صلى الله عليه وسلم قال وكنت غلامًا شابًا عزبًا (5) فكنت أنام في المسجد على عهد رسول الله صلى الله عليه وسلم قال فرأيت في ناس قد عرفتهم فجعلت أقول أعوذ بالله من النار أعوذ بالله من النار، فلقيهما ملك آخر فقال لي أن تراع (8) فقصصتها على حفصة فقصتها حفصة عل رسول الله صلى الله عليه وسلم فقال نعم الرجل عبد الله لو كان يصلي من الليل، قال سالم: فكان عبد الله لا ينام من الليل إلا قليلًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান