মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়

হাদীস নং: ২২
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
পরিচ্ছেদ : স্বপ্ন দেখার সর্বোৎকৃষ্ট সময় এবং ইচ্ছাকৃত মিথ্যা স্বপ্ন বলার প্রতি কঠোরবাণী।
২২। তারই সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত মিথ্যা স্বপ্ন ব্যক্ত করবে, সে যেন জাহান্নামে স্বীয় বাসস্থান তৈরী করে নেয়।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদ বর্ণনাকারী আবদুল আ'লা ইবন আমির সা'লাবী দুর্বল।)
كتاب تعبير الرؤيا
باب أحسن أوقات الرؤيا ووعيد من كذب في الرؤيا متعمدًا
وعنه أيضًا (6) عن النبي صلى الله عليه وسلم من كذب في الرؤيا متعمدًا فليتبوا (7) مقعد من النار
tahqiqতাহকীক:তাহকীক চলমান