মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়

হাদীস নং: ২১
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
পরিচ্ছেদ : স্বপ্ন দেখার সর্বোৎকৃষ্ট সময় এবং ইচ্ছাকৃত মিথ্যা স্বপ্ন বলার প্রতি কঠোরবাণী।
২১। তারই সূত্রে অন্য বর্ণনায় রয়েছে, তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, যে ব্যক্তি মিথ্যা স্বপ্ন ব্যক্ত করে, কিয়ামতের দিন তাকে যবের মধ্যে গিরা লাগানোর জন্য বাধ্য করা হবে।
(তিরমিযী, হাকিম। হাদীসটির সূত্রে বর্ণনাকারী আবদুল আ'লা ইবন আমির দুর্বল।)
كتاب تعبير الرؤيا
باب أحسن أوقات الرؤيا ووعيد من كذب في الرؤيا متعمدًا
وعنه في أخرى (5) يرفعها قال من كذب في حلمه كلف عقد شعيرة يوم القيامة
tahqiqতাহকীক:তাহকীক চলমান