মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়

হাদীস নং: ২০
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
পরিচ্ছেদ : স্বপ্ন দেখার সর্বোৎকৃষ্ট সময় এবং ইচ্ছাকৃত মিথ্যা স্বপ্ন বলার প্রতি কঠোরবাণী।
২০। আলী ইবন আবি তালিব (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, যে ব্যক্তি স্বীয় চক্ষুদ্বয়ের ব্যাপারে মিথ্যা বলবে (অর্থাৎ মিথ্যা স্বপ্ন মানুষের নিকট ব্যক্ত করবে), কিয়ামতের দিন তাকে দু'টি যবের মাথায় গিরা লাগানোর জন্য বাধ্য করা হবে।
(তিরমিযী, হাকিম। হাকিম (র) হাদীসটিকে সহীহ বলেছেন। তবে যাহাবী (র) এটা প্রত্যাখ্যান করেছেন। কেননা, এর সনদে বর্ণনাকারী আবদুল আ'লা-কে আবূ যুর'আ (র) দুর্বল বলেছেন।)
كتاب تعبير الرؤيا
باب أحسن أوقات الرؤيا ووعيد من كذب في الرؤيا متعمدًا
عن علي بن أبي طالب (3) رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من كذب على عينيه (4) كلف يوم القيامة عقدًا بين طرفي شعيرة
tahqiqতাহকীক:তাহকীক চলমান