মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
হাদীস নং: ১৯
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
পরিচ্ছেদ : স্বপ্ন দেখার সর্বোৎকৃষ্ট সময় এবং ইচ্ছাকৃত মিথ্যা স্বপ্ন বলার প্রতি কঠোরবাণী।
১৯। ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সবচেয়ে নিকৃষ্টতম অপবাদ হল কারো নিজ চক্ষুদ্বয়কে এমন বস্তু দেখানো যা তারা দেখে নি। (অর্থাৎ মিথ্যা স্বপ্ন মানুষের নিকট ব্যক্ত করা।)
(বুখারী)
(বুখারী)
كتاب تعبير الرؤيا
باب أحسن أوقات الرؤيا ووعيد من كذب في الرؤيا متعمدًا
عن ابن عمر (1) أن رسول الله صلى الله عليه وسلم قال من أفرى الفرى (2) أن يرى عينيه في المنام ما تريا