মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ১৯৫
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ : শুভ লক্ষণ গ্রহণ করা।
১৯৫। আবূ বুরদা (র) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি আয়েশা (রা)-এর নিকট উপস্থিত হয়ে তাঁকে বললাম, হে আম্মাজান! আপনি আমাকে এমন কিছু শুনান, যা আপনি রাসূলাল্লাহ (ﷺ) হতে শুনেছেন? তখন তিনি বললেন, রাসূলাল্লাহ (ﷺ) বলেছেন, পাখী তার তাকদীর অনুসারে উড়ে যায়। (কখনো সে ডানে যায়, আবার কখনো বামে। এর সঙ্গে শুভাশুভের কোন সম্পর্ক নেই।) আর তিনি ভাল লক্ষণ পসন্দ করতেন।
(হাকিম, বাযযার। হায়ছামী (র) বলেছেন, ইউসুফ ইবন আবি বুরদা ব্যতীত হাদীসটির অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(হাকিম, বাযযার। হায়ছামী (র) বলেছেন, ইউসুফ ইবন আবি বুরদা ব্যতীত হাদীসটির অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في الفأل
عن أبى بردة (4) قال أتيت عائشة رضى الله عنها فقلت يا أمَّتاه حدثينى شيئاً سمعتيه من رسول الله صلى الله عليه وسلم فقالت قال لى رسول الله صلى الله عليه وسلم الطيرى تجرى بقدر (5) وكان يعجبه الفأل الحسن.