মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ১৯৪
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ : শুভ লক্ষণ গ্রহণ করা।
১৯৪। আবদুল্লাহ ইবন বুরায়দা (র) সূত্রে তার পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলাল্লাহ (ﷺ) কোন বস্তু দ্বারা অশুভ লক্ষণ গ্রহণ করতেন না। তবে তিনি কোন মহিলার নিকট গেলে তার নাম জিজ্ঞাসা করতেন। (জ্ঞাতব্য, এখানে বর্ণনাকারীর ভ্রম হয়েছে। বস্তুত এখানে اِمْرَأَةً এর স্থলে قَرْيَةٌ হবে। যেমন আবূ দাউদ-এর রিওয়ায়াতে বর্ণিত হয়েছে। অর্থাৎ যখন তিনি কোন জনপদে যেতেন, তখন তার নাম জিজ্ঞাসা করতেন।) যদি তা ভাল হত, তবে তাঁর মুখমণ্ডলে আনন্দরেখা দেখা যেত। আর যদি মন্দ হত, তখন তাঁর মুখমণ্ডলে এটা নিদর্শন দেখা যেত। যখন তিনি কোন লোককে কোথাও পাঠাতেন, তার নাম জিজ্ঞাসা করতেন। যদি সে উত্তম নামধারী হত, তবে তাঁর মুখমণ্ডলে আনন্দরেখা দেখা যেত। আর যদি মন্দ হত, তবে এটারও নিদর্শন তার মুখমণ্ডলে দেখা যেত।
(আবূ দাউদ, নাসাঈ। আবূ দাউদ (র) এবং মুনযিরী (র) হাদীসটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি। ইহার সূত্র বিশুদ্ধ।)
(আবূ দাউদ, নাসাঈ। আবূ দাউদ (র) এবং মুনযিরী (র) হাদীসটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি। ইহার সূত্র বিশুদ্ধ।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في الفأل
عن عبد الله بن بريدة عن أبيه (1) قال كان رسول الله صلى الله عليه وسلم لا يتطير من شئ ولكنه كان إذا أراد أن يأتى امرأة (2) سأل عن اسمها، فإن كان حسناً رؤى البشر في وجهه، وإن كان قبيحاً رؤى ذلك في وجهه، وكان إذا بعث رجلاً (3) سأل عن اسمه، فإن كان حسن الاسم رؤى البشر في وجهه، وإن كان قبيحاً رؤى ذلك في وجهه