মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ১৯৩
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ : শুভ লক্ষণ গ্রহণ করা।
১৯৩। আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলাল্লাহ (ﷺ) বলেছেন, অশুভ লক্ষণ বলে কিছু নেই। তবে আমার নিকট শুভ লক্ষণ পসন্দনীয়। বর্ণনাকারী বলেন, শুভ লক্ষণ হল, ভাল কথা।
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, তিরমিযী, ইবন মাজাহ)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في الفأل
عن أنس بن مالك (7) رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا طيرة ويعجبني الفأل قال والفأل الكلمة الحسنة الطيبة
tahqiqতাহকীক:তাহকীক চলমান