মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ১৪৯
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: যে সব ঝাড়ফুঁক, তাবীয এবং অনুরূপ জিনিস বৈধ নয়।
১৪৯। 'ঈসা ইবন আবদির রহমান (র) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা আবদুল কারীম ইবন উকায়ম (রা)-এর নিকট গেলাম। সে সময় তিনি অসুস্থ ছিলেন। তাকে বলা হল, যদি আপনি (তাবীয জাতীয়) কিছু শরীরে ঝুলিয়ে নেন, তবে ভাল হয়ে যেতেন? তিনি বললেন, আমি কিছু ঝুলাৰ, অথচ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি (স্বীয় শরীরে) কোন কিছু ঝুলায় তাকে তার প্রতি সোপর্দ করা হবে।
(তিরমিযী, হাকিম। হাকিম (র) হাদীসটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما لا يجوز من الرقى والتمائم ونحوها
عن عيسى بن عبد الرحمن (2) قال دخلنا على عبد الله بن عكيم رضى الله عنه وهو مريض نعوده فقيل له لو تعلقت شيئاً (3) فقال أتعلق شيئاً وقد قال رسول الله صلى الله عليه وسلم من تعلق شيئاً (4) وُكل إليه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৪৯ | মুসলিম বাংলা