মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ১৪৮
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: যে সব ঝাড়ফুঁক, তাবীয এবং অনুরূপ জিনিস বৈধ নয়।
১৪৮। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, (দশজনের) একদল লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উপস্থিত হলে তিনি নয়জন হতে বায়'আত গ্রহণ করেন। আর একজন হতে বিরত থাকেন। লোকেরা বলল, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! নয়জন হতে বায়'আত নিয়েছেন আর এই লোককে অবশিষ্ট রেখেছেন। তিনি বললেন, তার গায়ে তাবীয আছে। তারপর সে লোক (তার গায়ের) ভিতরে হাত ঢুকিয়ে তাবীযটি বের করল। তখন তিনি তার নিকট হতে বায়'আত গ্রহণ করলেন এবং বললেন, যে ব্যক্তি তাবীয ঝুলায়, সে শিরকী কাজ করে।
(হায়ছামী (র) বলেছেন, হাদীসটির আহমাদ ও তবারানী বর্ণনা করেছেন। আহমাদ-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما لا يجوز من الرقى والتمائم ونحوها
وعنه أيضاً (6) أن رسول الله صلى الله عليه وسلم أقبل عليه رهط فبايع تسعة وأمسك عن واحد فقالوا يا رسول الله صلى الله عليه وسلم بايعت تسعة وتركت هذا؟ قال إن عليه تميمة فأدخل يده فقطعها (7) فبايعه وقال من علق تميمة فقد أشرك
tahqiqতাহকীক:তাহকীক চলমান