মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ১৪২
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: কুরআন দ্বারা ঝাড়ফুঁক করা।
১৪২। আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর কয়েকজন সাহাবী (সফর করে) আরবের এক সম্প্রদায়ের বসতির নিকট আসলেন। কিন্তু তারা তাঁদেরকে মেহমানদারী করল না। (অন্য বর্ণনায় তারা মেহমানদারী চাইলেন। কিন্তু লোকেরা মেহমানদারি করতে অস্বীকৃতি জানাল।) এরপর তারা এমতাবস্থায় থাকলে লাগলেন। ইতোমধ্যে হঠাৎ তাদের গোত্রপত্রি (সাপের) দংশনের শিকার হয়। তখন লোকেরা বলল, আপনাদের নিকট কোন ঔষধ বা মন্ত্র আছে? তারা বললেন, তোমরা আমাদেরকে মেহমানদারী করাও নি; এজন্য আমরা এটা করব না; যাবত না তোমরা আমাদের জন্য পারিশ্রমিক নির্ধারণ কর। এরপর লোকেরা এক পাল ছাগল পারিশ্রমিক নির্ধারণ করল। বর্ণনাকারী বলেন, এরপর (তাঁদের) একজন সূরা ফাতিহা পড়ে মুখে থুথু একত্র করে তার প্রতি ছুড়তে লাগলেন। এর ফলে লোকটি সুস্থ হয়ে যায়। তারপর লোকেরা আমার নিকট বকরী নিয়ে আসলে সাহাবীগণ বললেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এ বিষয়ে জিজ্ঞাসা না করে এগুলো গ্রহণ করব না। তাঁরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এ সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি হাসলেন এবং বললেন, তোমাকে কে অবহিত করেছে যে, এটা দ্বারা ঝাড়ফুঁক করা যায়? তোমরা বকরীগুলো গ্রহণ কর এবং এর মধ্যে আমার জন্য একটি অংশ নির্ধারণ কর।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী, ইবন মাজাহ)
(বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী, ইবন মাজাহ)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب الرقية بالقرآن
عن أبى سعيد الخدرى (6) أن ناساً من أصحاب النبى صلى الله عليه وسلم أتوا على حىّ من أحياء العرب فلو يقروهم (7) (وفى رواية فاستضافوهم فأبوا أن يضيّفوهم) فبينما هم كذلك إذ لدغ سيد أولئك فقالوا هل فيكم دواء أو راق؟ فقالوا إنكم لم تقرونا ولا نفعل حتى تجعلوا لنا جعلاً (8) فجعلوا لهم قطيعاً من شاء (9) قال فجعل يقرأ أم القرآن ويجمع بزاقه ويتفل (10) فبرأ الرجل فأتونى بالشاء فقالوا لا نأخذها حتى نسأل عنها رسول الله صلى الله عليه وسلم فسألوا النبى صلى الله عليه وسلم عن ذلك فضحك وقال ما أدراك أنها رقية (11) خذوها واضربوا لى فيها بسهم (12)