মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ১৪১
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: কুরআন দ্বারা ঝাড়ফুঁক করা।
১৪১। খারিজা ইবন সালত (র) সূত্রে তার চাচা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর নিকট হতে আরবের এক সম্প্রদায়ের কাছে আসলে তারা বলল, আমরা সংবাদ পেয়েছি যে, তুমি ঐ লোকের নিকট হতে কল্যাণকর বিষয় নিয়ে ফিরেছ। (অন্য বর্ণনায় আমাদেরকে সংবাদ দেওয়া হয়েছে যে, তোমাদের এই সাথী কল্যাণকর বিষয় নিয়ে এসেছেন।) সুতরাং তোমার নিকট কি কোন ঔষধ বা ঝাড়ফুঁক আছে? আমাদের কাছে এক বিকৃত মস্তিষ্ক লোক শৃঙ্খলাবদ্ধ আছে? বর্ণনাকারী বলেন, তখন আমি সূরা ফাতিহা তিনদিন সকাল বিকাল পড়লাম। (অন্য বর্ণনায় অতিরিক্ত হল, প্রত্যেক দিন দু'বার করে পড়লাম।) সে সময় আমি মুখে থুথু একত্র করে তার দিকে ছুঁড়ে দিচ্ছিলাম। বর্ণনাকারী বলেন, (এর ফলে সে সুস্থ হয়ে দাঁড়াল।) মনে হল যেন, তাকে বন্দি দশা হতে মুক্ত করা হয়েছে। তিনি বলেন, এরপর লোকেরা আমাকে পারিশ্রমিক দিল।
(অন্য বর্ণনায়: তারা আমাকে একশত বকরী দিল।) আমি বললাম, না, রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট জিজ্ঞাসা না করে এগুলো গ্রহণ করব না। আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এ সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বললেন, তুমি এগুলো খেতে পার। (অন্য বর্ণনায় তিনি বললেন, তুমি এগুলো গ্রহণ কর।) আমার জীবনের শপথ! যে ব্যক্তি বাতিল ঝাড়ফুঁকের বিনিময়ে কিছু খায়, তবে এর শাস্তি তাকে ভোগ করতে হবে। কিন্তু তুমি তো সত্য ঝাড়ফুঁকের বিনিময়ে এগুলো খাচ্ছ।
(আবু দাউদ, নাসাঈ। আবু দাউদ (র) ও মুনযিরী (র) হাদীসটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। তবে খারিজা (র) ব্যতিক্রম। কিন্তু ইবন হিব্বান (র) তাকেও নির্ভরযোগ্য বলেছেন)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب الرقية بالقرآن
عن خارجة بن الصلت (1) عن عمه رضى الله عنه قال أقبلنا من عند النبى صلى الله عليه وسلم فأتينا على حي من العرب فقالوا أنبئنا أنكم جئتم من عند هذا الرجل بخير (وفى رواية إنا قد حدثنا أن صاحبكم هذا قد جاء بخير) فهل عندكم دواء أو رقية فإن عندنا معتوهاً (2) في القيود قال فقرأت بفاتحة الكتاب ثلاثة أيام غدوة وعشية (زاد في رواية كل يوم مرتين) أجمع بزاقى ثم أتفل قال فكأنما نشط (3) من عقال قال فأعطونى جعلا (وفى رواية فأعطونى مائة شاة) فقلت لا حتى أسأل النبى صلى الله عليه وسلم فسالته فقال كل (وفى رواية فقال خذها) لعمرى (4) من أكل برقية باطل (5) لقد أكلت برقية حق
tahqiqতাহকীক:তাহকীক চলমান