মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ১৪০
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: কুরআন দ্বারা ঝাড়ফুঁক করা।
১৪০। আবদুর রহমান ইবন আবি লায়লা (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে উবাই ইবন কা'ব (রা) হাদীস বর্ণনা করেছেন, তিনি বলেন, একদা আমি নবী (ﷺ)-এর নিকট উপস্থিত ছিলাম। এমন সময় এক বেদুঈন এসে বললেন, ইয়া নাবিয়্যাল্লাহ, আমার এক ভাই আছে, সে ব্যাথায় আক্রান্ত। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তার কেমন ব্যথা? বেদুঈন বললেন, তার মধ্যে সামান্য পাগলামী রয়েছে। তিনি বললেন, তাকে আমার নিকট নিয়ে আস। তারপর রাসূলুল্লাহ (ﷺ) তাকে নিজের সামনে বসালেন। তারপর সূরা ফাতিহা, সূরা বাকারার প্রথম দশ আয়াত, এই দু'আয়াত, وَالْهُكُمْ إِلَهٌ وَاحِدٌ ও আয়াতুল কুরসী, এবং সূরা বাকারার শেষ তিন আয়াত, এবং সূরা আল ইমরানের شَهِدَ اللَّهُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ এ আয়াত, সূরা আ'রাফের إِنَّ رَبَّكُمُ اللهُ الَّذِى خَلَقَ السَّمَوَاتِ وَالْأَرْضَ এ আয়াত, সূরা মু'মিনূনের, فَتَعَالَ اللهُ الْمِلَكُ الْحَقُّ অর্থাৎ শেষ আয়াত, সূরা জ্বিনের وَأَنَّهُ تَعَالَى جَدُّ رَبِّنَا এ আয়াত, সূরা সাফফাতের প্রথম দশ আয়াত, সূরা হাশরের শেষ তিন আয়াত, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে তাকে ঝাড়লেন। এরপর লোকটি এমনভাবে দাঁড়াল মনে হল যেন, ইতিপূর্বে তার কোন রোগ-ব্যাধি ছিল না।
(হাদীসটি হায়ছামী বর্ণনা করে বলেছেন, এটা আবদুল্লাহ ইবন আহমাদ বর্ণনা করেছেন। এর সনদে বর্ণনাকারী আবূ জানাব দুর্বল। তবে ইবন হিব্বান (র) তাকে নির্ভরযোগ্য বলেছেন। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(হাদীসটি হায়ছামী বর্ণনা করে বলেছেন, এটা আবদুল্লাহ ইবন আহমাদ বর্ণনা করেছেন। এর সনদে বর্ণনাকারী আবূ জানাব দুর্বল। তবে ইবন হিব্বান (র) তাকে নির্ভরযোগ্য বলেছেন। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب الرقية بالقرآن
عن عبد الرحمن بن أبى ليلى (10) حدثنى أبى بن كعب قال كنت عند النبى صلى الله عليه وسلم فجاء أعرابى فقال يا نبى الله إن لى أخاً وبه وجع، قال وما وجعه؟ قال به لمم قال فأتنى به فوضعه بين يديه فعوّذه النبى صلى الله عليه وسلم بفاتحة الكتاب وأربع آيات من أول سورة البقرة، وهاتين الآيتين وإلهكم إله واحد وآية الكرسى وثلاث آيات من آخر سورة البقرة وآية من آل عمران شهد الله أنه لا إله إلا هو: وآية من الأعراف إن ربكم الله الذي خلق السموات والأرض، وآخر سورة المؤمنين فتعالى الله الملك الحق وآية من سورة الجن وأنه تعالى جد ربنا، وعشر آيات من أول والصافات: وثلاث آيات من آخر سورة الحشر، وقل هو الله أحد والمعوذتين، فقال الرجل كأنه لم يشتك قط