মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ১৪৩
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: কুরআন দ্বারা ঝাড়ফুঁক করা।
১৪৩। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একদল লোককে পাঠালেন। আমিও তাদের অন্তর্ভূক্ত ছিলাম। আমরা (সফর করে) এক জনপদে আসলাম এবং সেখানকার লোকদের নিকট মেহমানদারী চাইলাম। কিন্তু তারা আমাদেরকে কিছু খাওয়াতে অস্বীকৃতি জানাল। তারপর আমাদের নিকট জনপদের একলোক এসে বলল, হে আরব সম্প্রদায়! তোমাদের মধ্যে কি কেউ ঝাড়ফুঁক করতে পারে? আবূ সাঈদ (রা) বলেন, আমি বললাম, তোমাদের কী হয়েছে? সে বলল, জনপদের প্রধান মরে যাচ্ছে। বর্ণনাকারী বলেন, আমি তার সঙ্গে গেলাম এবং তাকে সূরা ফাতিহা দ্বারা ঝাড়ফুঁক করলাম। আমি কয়েকবার এটা পড়ে তার ওপর ঝাড়ফুঁক দিলাম। এর ফলে সে সুস্থ হয়। এরপর লোকেরা আমাদের নিকট কিছু খাবার উপস্থিত করে এবং কিছু ছাগল হাঁকিয়ে আনে। তখন আমার সাথীবৃন্দ বললেন, নবী (ﷺ) আমাদের নিকট এ সম্বন্ধে কিছু বলেন নি। সুতরাং আমরা নবী (ﷺ)-এর নিকট না গিয়ে এ সব গ্রহণ করব না। (বর্ণনাকারী বলেন,) তারপর আমরা ছাগলগুলো হাঁকিয়ে নিয়ে এসে নবী (ﷺ) -এর নিকট উপস্থিত হলাম। আমরা তাঁকে এ ঘটনা বর্ণনা করলাম। তিনি বললেন, তুমি এগুলো ভোগ কর এবং তোমার সঙ্গে আমাদেরকেও ভোগ করাও। তুমি কি করে জানলে যে, এটা দ্বারা ঝাড়ফুঁক করা যায়? বর্ণনাকারী বলেন, আমি বললাম, আমার অন্তরে এটা জেগেছে।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী, ইবন মাজাহ)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب الرقية بالقرآن
وعنه أيضاً (1) قال بعث رسول الله صلى الله عليه وسلم بعثاً فكنت فيهم فأتينا على قرية فاستطعمنا أهلها فأبوا أن يطعمونا شيئاً، فجاءنا رجل من أهل القرية فقال يا معشر العرب فيكم رجل يرقى؟ فقال أبو سعيد قلت وما ذاك؟ قال ملك القرية يموت قال فانطلقنا معه فرقيته بفاتحة الكتاب فرّددتها عليه مراراً فعوفى، فبعث إلينا بطعام وغنم تساق، فقال أصحابى لم يعهد إلينا النبى صلى الله عليه وسلم في هذا بشئ لا نأخذ منه شيئاً حتى نأتى النبى صلى الله عليه وسلم فسقنا الغنم حتى أتينا النبى صلى الله عليه وسلم فحدثناه فقال كل وأطعمنا معك، وما يدريك أنها رقية؟ قال قلت ألفى في روعى
tahqiqতাহকীক:তাহকীক চলমান