সহীফায়ে হাম্মাম ইবনে মুনাব্বিহ

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৩৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
বান্দার মান্নতকে তাকদীরে হাওয়ালা করে দেওয়া
৩৯. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মান্নত মানব সন্তানকে এমন কিছু এনে দিতে পারে না যা তাকদীরে নির্ধারিত নেই, অথচ সে যে মান্নতটি করে তাও আমি তাকদীরে লিপিবদ্ধ করে দিয়েছি। সুতরাং এর দ্বারা কৃপণের কাছ থেকে (মাল) বের করে নেই। এবং সে একারণে আমাকে এমন কিছু দেয় যা সে আগে দেয়নি।
أبواب الكتاب
باب إِلْقَاءِ النَّذْرِ الْعَبْدَ إِلَى الْقَدَرِ
39 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَأْتِي ابْنَ آدَمَ النَّذْرُ بِشَيْءٍ لَمْ أَكُنْ قَدْ قَدَّرْتُهُ، وَلَكِنْ يُلْقِيهِ النَّذْرُ وَقَدْ قَدَّرْتُهُ لَهُ، أَسْتَخْرِجُ بِهِ مِنَ الْبَخِيلِ، وَيُؤْتِينِي عَلَيْهِ مَا لَمْ يَكُنْ آتَانِي مِنْ قَبْلُ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)