সহীফায়ে হাম্মাম ইবনে মুনাব্বিহ

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৩৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
এক জুতা পরে চলা নিষেধ
৩৮. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমাদের কারো জুতার একটি ফিতা ছিড়ে যায়, তখন সে যেন এক পা খালি রেখে এক জুতা পায়ে দিয়ে না হাঁটে। দু’টি জুতাই পরিধান করবে কিংবা দু’টি জুতাই খুলে রাখবে।
أبواب الكتاب
ذِكْرُ النَّهْيِ عَنْ الْمَشْيِ فِي نَعْلٍ وَاحِدَةٍ
38 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا انْقَطَعَ شِسْعُ نَعْلِ أَحَدِكُمْ أَوْ شِرَاكَهُ فَلَا يَمْشِ فِي إِحْدَاهُمَا بِنَعْلٍ وَاحِدَةٍ وَالْأُخْرَى حَافِيَةٌ، لِيُحْفِهِمَا جَمِيعًا أَوْ لِيُنْعِلْهُمَا جَمِيعًا»
tahqiqতাহকীক:তাহকীক চলমান