মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ৫২
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ : আল্লাহ যে সব বস্তু হারাম করেছেন, সেগুলো ঔষধ হিসেবে ব্যবহার করা নিষিদ্ধ।
৫২। আলকামা ইবন ওয়ায়িল (র) সূত্রে তার পিতা থেকে বর্ণিত যে, একদা তিনি নবী (ﷺ)-এর নিকট উপস্থিত হলেন। সে সময় তাঁকে সুওয়াইদ ইবন তারিক (রা) নামক খাস'আম গোত্রে জনৈক ব্যক্তি মদ সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি তাকে তা পান করতে নিষেধ করেন। তারপর সে লোক বললেন, আমরা তো ঔষধ হিসাবে ব্যবহার করার জন্য এটা তৈরী করি? তখন নবী (ﷺ) বললেন, এটা তো (রোগপ্রতিষেধক নয়; বরং) রোগ।
(মুসলিম, আবূ দাউদ, তিরমিযী)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب النهى عن التداوى بما حرمه الله عز وجل
عن علقمة بن وائل عن أبيه (4) أنه شهد النبى صلى الله عليه وسلم وسأله رجل من خثعم يقال له سويد بن طارق (5) عن الخمر فنهاه، فقال إنما هو شئ نصنعه دواءاً، فقال النبى صلى الله عليه وسلم إنما هو داء
tahqiqতাহকীক:তাহকীক চলমান