মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ৫১
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ : আল্লাহ যে সব বস্তু হারাম করেছেন, সেগুলো ঔষধ হিসেবে ব্যবহার করা নিষিদ্ধ।
৫১। তারিক ইবন সুওয়াইদ হাযরামী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলাল্লাহ! আমাদের এলাকায় অনেক আঙ্গুর রয়েছে। আমরা কি তা নিংড়িয়ে রস পান করতে পারবো? তিনি বললেন, না। (বর্ণনাকারী বলেন,) এরপর আমি পুনরায় জিজ্ঞাসা করলে তিনি বললেন, না। তারপর আমি আবার জিজ্ঞাসা করলে তিনি বললেন, না। এরপর বললাম, আমরা এর দ্বারা রোগের চিকিৎসা করি। তিনি বললেন, এটা রোগনিরামক নয়; বরং এটা নিজেই রোগ।
(মুসলিম, আবূ দাউদ, তিরমিযী)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب النهى عن التداوى بما حرمه الله عز وجل
عن طارق بن سويد الحضرمى (1) قال قلت يا رسول الله إن بأرضنا عناباً نعصرها فنشرب منها؟ (2) قال لا: فراجعته فقال: لا: ثم راجعته فقال لا: فقلت إنا نستشفى بها للمرض، قال إنه ليس بشفاء ولكنه داء
tahqiqতাহকীক:তাহকীক চলমান