মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ৫০
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ : আল্লাহ যে সব বস্তু হারাম করেছেন, সেগুলো ঔষধ হিসেবে ব্যবহার করা নিষিদ্ধ।
৫০। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নিকৃষ্ট বস্তু দ্বারা চিকিৎসা করতে নিষেধ করেছেন। অর্থাৎ বিষ দ্বারা।
(মুসলিম, ইবন মাজাহ, তিরমিযী, আবু দাউদ)
(মুসলিম, ইবন মাজাহ, তিরমিযী, আবু দাউদ)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب النهى عن التداوى بما حرمه الله عز وجل
عن أبى هريرة (10) قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الدواء الخبيث (11) يعني السم