মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ৫৩
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ : আল্লাহ যে সব বস্তু হারাম করেছেন, সেগুলো ঔষধ হিসেবে ব্যবহার করা নিষিদ্ধ।
৫৩। আবদুর রহমান ইবন উসমান (র) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক চিকিৎসক রাসূলুল্লাহ (ﷺ) -এর একটি ঔষধ সম্বন্ধে আলোচনা করল এবং বলল যে, এতে ব্যাঙ ব্যবহার করা হয়। তখন রাসূলুল্লাহ (ﷺ) ব্যাঙ হত্যা করতে নিষেধ করলেন।
(হাদীসটি 'হত্যা ও জিনায়াত' অধ্যায়ে বর্ণিত হয়েছে।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب النهى عن التداوى بما حرمه الله عز وجل
عن عبد الرحمن بن عثمان (6) قال ذكر طبيب عند رسول الله صلى الله عليه وسلم دواءاً وذكر الضفدع يجعل فيه فنهى رسول الله صلى الله عليه وسلم عن قتل الضفدع
tahqiqতাহকীক:তাহকীক চলমান