মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ৪৭
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
চিকিৎসা পর্ব
পরিচ্ছেদ: ঔষধ গ্রহণের প্রতি উৎসাহ দান। প্রত্যেক রোগের প্রতিষেধক রয়েছে।
পরিচ্ছেদ: ঔষধ গ্রহণের প্রতি উৎসাহ দান। প্রত্যেক রোগের প্রতিষেধক রয়েছে।
৪৭। আতা ইবন সায়িব (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবূ আবদির রহমান (র)-এর নিকট এসে দেখলাম যে, তিনি এক বালককে সেক দিচ্ছেন। তখন আমি বললাম, আপনি তাকে সেক দিচ্ছেন? তিনি বললেন, হ্যাঁ। এটা আরবদের ঔষধ। আবদুল্লাহ ইবন মাসউদ (রা) বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ যে কোন রোগ অবতীর্ণ করেছেন, তার সঙ্গে ঔষধও অবতীর্ণ করেছেন। যাকে এ বিষয়ে শিক্ষা দেননি, সে অজ্ঞাত রয়েছে আর যাকে তিনি শিখিয়েছেন, সে অবগত হয়েছে।
(নাসাঈ, হাকিম। ইবন হিব্বান (র) হাদীসটিকে সহীহ বলেছেন এবং হাকিম (র) ও যাহাবী (র) এ সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।)
(নাসাঈ, হাকিম। ইবন হিব্বান (র) হাদীসটিকে সহীহ বলেছেন এবং হাকিম (র) ও যাহাবী (র) এ সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
أبواب الطب
باب ما جاء في الحث على التداوى وأن لكل داء دواءاً
باب ما جاء في الحث على التداوى وأن لكل داء دواءاً
عن عطاء بن السائب (12) قال أتيت أبا عبد الرحمن فإذا هو يكوى غلاماً قال قلت تكويه؟ قال نعم هو دواء العرب، قال عبد الله بن مسعود قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل لم ينزل داءاً إلا وقد أنزل معه دواءاً جهله منكم من جهله وعلمه منكم من علمه