মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ৪৬
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
চিকিৎসা পর্ব

পরিচ্ছেদ: ঔষধ গ্রহণের প্রতি উৎসাহ দান। প্রত্যেক রোগের প্রতিষেধক রয়েছে।
৪৬। হিলাল ইবন ইসাফ (র) যাকওয়ান (র) থেকে, তিনি আনসার সম্প্রদায়ের জনৈক লোক থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এক আহত ব্যক্তিকে দেখতে গেলেন। সে সময় রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তার জন্য অমুক গোত্রের চিকিৎসক ডেকে আন। বর্ণনাকারী বলেন, লোকেরা তাকে ডেকে পাঠাল। সে লোক এসে বলল, রাসূলাল্লাহ! ঔষধও কোন প্রয়োজন মিটাতে পারে? তিনি বললেন, সুবহানাল্লাহ! আল্লাহ পৃথিবীতে এমন কোন রোগ অবতীর্ণ করেননি, যা হতে আরোগ্যলাভের ব্যবস্থা করেননি।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, আহমাদ (র)-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
أبواب الطب

باب ما جاء في الحث على التداوى وأن لكل داء دواءاً
عن هلال بن يساف (11) عن ذكوان عن رجل من الأنصار قال عاد رسول الله صلى الله عليه وسلم رجلاً به جرح فقال رسول الله صلى الله عليه وسلم أدعوا له طبيب بنى فلان، قال فدعوه فجاء فقال يا رسول الله ويغنى الدواء شيئاً؟ فقال سبحان الله وهل أنزل الله من داء في الأرض إلا جعل له شفاءاً
tahqiqতাহকীক:তাহকীক চলমান