মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ৪৫
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
চিকিৎসা পর্ব
পরিচ্ছেদ: ঔষধ গ্রহণের প্রতি উৎসাহ দান। প্রত্যেক রোগের প্রতিষেধক রয়েছে।
পরিচ্ছেদ: ঔষধ গ্রহণের প্রতি উৎসাহ দান। প্রত্যেক রোগের প্রতিষেধক রয়েছে।
৪৫। যিয়াদ ইবন ইলাকা (র) সূত্রে উসামা ইবন শারীক (র)-যিনি তারই সম্প্রদায়ের লোক, থেকে বর্ণিত। তিনি বলেন, এক বেদুঈন রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ! মানুষের মধ্যে সর্বোৎকৃষ্ট কে? তিনি বললেন, যার চরিত্র সর্বাধিক উত্তম। তারপর বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা (রুগ্ন হলে) ঔষধ ব্যবহার করব? তিনি বললেন, তোমরা ঔষধ ব্যবহার করবে। কেননা, আল্লাহ যে কোন রোগ সৃষ্টি করেছেন, তার জন্য ঔষধও সৃষ্টি করেছেন। তিনি যাকে শিখিয়েছেন সেই এ সম্বন্ধে জ্ঞান রাখে আর যাকে শেখান নি, সে এ সম্বন্ধে অজ্ঞাত।
দ্বিতীয় সূত্রে শু'বা (র) যিয়াদ ইবন 'ইলাকা (র) থেকে, তিনি উসামা ইবন শারীক (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, একদা আমি নবী (ﷺ)-এর নিকট আসলাম। সে সময় তাঁর নিকট তাঁর সাহাবীগণ উপস্থিত ছিলেন। (তাঁরা এমন অবস্থায় ছিলেন,) যেন তাদের মাথায় পাখি উপবিষ্ট রয়েছে। আমি তাঁকে সালাম দিয়ে বসে গেলাম। তারপর কয়েকজন বেদুঈন এসে তাঁকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা কি (রুগ্ন হলে) ঔষধ ব্যবহার করব? তিনি বললেন, হ্যাঁ। তোমরা ঔষধ ব্যবহার করবে কেননা, আল্লাহ যে কোন রোগ সৃষ্টি করেছেন, তার জন্য ঔষধের ব্যবস্থা করেছেন। তবে একটি রোগ ব্যতিক্রম। সেটা হল, বার্ধক্য। (অন্য বর্ণনায়: তবে মৃত্যু ও বার্ধক্য ব্যতিক্রম। বর্ণনাকারী বলেন, যখন উসামা (রা) বৃদ্ধ বয়সে উপনীত হন, তখন তিনি বলতেন, এখন কি তোমরা আমার জন্য কোন ঔষধের ব্যবস্থা করতে পারবে? বর্ণনাকারী বলেন, বেদুঈনগণ তাঁকে আরো কিছু বিষয় সম্বন্ধে প্রশ্ন করলেন। তারা বললেন, আমাদের জন্য এরূপ এরূপ বিষয়ে কি কোন অসুবিধা আছে? তিনি বললেন, হে আল্লাহর বান্দাগণ! যেসব ক্ষেত্রে কষ্ট হয় আল্লাহ সেগুলো ক্ষমা করে দিয়েছেন। তবে যদি অত্যাচারিত ব্যক্তি অত্যাচারীর নিকট কিয়ামতের দিন নিজ হক দাবী করে তাহলে এটা হবে (অত্যাচারীর জন্য) কষ্ট ও ধ্বংসের কারণ। তারা বললেন, ইয়া রাসূলাল্লাহ! মানুষকে যে সব বস্তু দান করা হয়েছে, তন্মধ্যে উৎকৃষ্টতম কোনটি? তিনি বললেন, উত্তম চরিত্র।
(হাকিম, তায়ালিসী ও ইমামচতুষ্টয়। তিরমিযী (র), হাকিম ও ইবন খুযায়মা (র) হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী (র) ও এটা সমর্থন করেছেন।)
দ্বিতীয় সূত্রে শু'বা (র) যিয়াদ ইবন 'ইলাকা (র) থেকে, তিনি উসামা ইবন শারীক (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, একদা আমি নবী (ﷺ)-এর নিকট আসলাম। সে সময় তাঁর নিকট তাঁর সাহাবীগণ উপস্থিত ছিলেন। (তাঁরা এমন অবস্থায় ছিলেন,) যেন তাদের মাথায় পাখি উপবিষ্ট রয়েছে। আমি তাঁকে সালাম দিয়ে বসে গেলাম। তারপর কয়েকজন বেদুঈন এসে তাঁকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা কি (রুগ্ন হলে) ঔষধ ব্যবহার করব? তিনি বললেন, হ্যাঁ। তোমরা ঔষধ ব্যবহার করবে কেননা, আল্লাহ যে কোন রোগ সৃষ্টি করেছেন, তার জন্য ঔষধের ব্যবস্থা করেছেন। তবে একটি রোগ ব্যতিক্রম। সেটা হল, বার্ধক্য। (অন্য বর্ণনায়: তবে মৃত্যু ও বার্ধক্য ব্যতিক্রম। বর্ণনাকারী বলেন, যখন উসামা (রা) বৃদ্ধ বয়সে উপনীত হন, তখন তিনি বলতেন, এখন কি তোমরা আমার জন্য কোন ঔষধের ব্যবস্থা করতে পারবে? বর্ণনাকারী বলেন, বেদুঈনগণ তাঁকে আরো কিছু বিষয় সম্বন্ধে প্রশ্ন করলেন। তারা বললেন, আমাদের জন্য এরূপ এরূপ বিষয়ে কি কোন অসুবিধা আছে? তিনি বললেন, হে আল্লাহর বান্দাগণ! যেসব ক্ষেত্রে কষ্ট হয় আল্লাহ সেগুলো ক্ষমা করে দিয়েছেন। তবে যদি অত্যাচারিত ব্যক্তি অত্যাচারীর নিকট কিয়ামতের দিন নিজ হক দাবী করে তাহলে এটা হবে (অত্যাচারীর জন্য) কষ্ট ও ধ্বংসের কারণ। তারা বললেন, ইয়া রাসূলাল্লাহ! মানুষকে যে সব বস্তু দান করা হয়েছে, তন্মধ্যে উৎকৃষ্টতম কোনটি? তিনি বললেন, উত্তম চরিত্র।
(হাকিম, তায়ালিসী ও ইমামচতুষ্টয়। তিরমিযী (র), হাকিম ও ইবন খুযায়মা (র) হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী (র) ও এটা সমর্থন করেছেন।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
أبواب الطب
باب ما جاء في الحث على التداوى وأن لكل داء دواءاً
باب ما جاء في الحث على التداوى وأن لكل داء دواءاً
عن زياد بن علاقة (1) عن أسامة بن شريك رجل من قومه قال جاء أعرابى إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله أي الناس خير؟ قال أحسنهم خلقاً (2) ثم قال يا رسول الله أتتداوى؟ قال تداووا فإن الله لم ينزل داءاً إلا أنزل له شفاءاً (3) علمه من علمه (4) وجهله من جهله (ومن طريق ثان) (5) عن شعبة عن زياد بن علاقة عن أسامة بن شريك رضى الله عنه قال أتيت النبى صلى الله عليه وسلم وأصحابه عنده وكأنما على رؤسهم الطير (6) قال فسلمت عليه وقعدت، قال فجاءت الأعراب فسالوه فقالوا يا رسول الله، نتداوى؟ قال نعم تداووا، فإن الله لم يضع داءاً إلا وضع له دواءاً غير داء واحد الهرم (وفى رواية إلا الموت والهرم) (7) قال وكان أسامة حين كبر يقول هل ترون لى من دواء الآن؟ قال وسألوه عن أشياء هل علينا حرج في كذا وكذا (8) قال عباد الله، وضع الله الحرج (9) إلا أمراً اقتضى أمراً مسلماً ظلماً فذلك حرج وهلك (10) قالوا ما خير ما أعطى الناس يا رسول الله؟ قال خلق حسن