মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ৪৪
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
চিকিৎসা পর্ব

পরিচ্ছেদ: ঔষধ গ্রহণের প্রতি উৎসাহ দান। প্রত্যেক রোগের প্রতিষেধক রয়েছে।
৪৪। জাবির ইবন আবদিল্লাহ (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, প্রত্যেক রোগের জন্য ঔষধ রয়েছে। সুতরাং রোগের ঔষধ সঠিকভাবে ব্যবহার করলে আল্লাহর নির্দেশে রোগী সুস্থ হয়ে যায়।
(মুসলিম ও অন্যান্য)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
أبواب الطب

باب ما جاء في الحث على التداوى وأن لكل داء دواءاً
عن جابر بن عبد الله (9) عن النبى صلى الله عليه وسلم أنه قال لكل داء دواء: فإذا أصبت دواء الداء برأ بإذن الله تعالى
tahqiqতাহকীক:তাহকীক চলমান