মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ৪৩
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
চিকিৎসা পর্ব
পরিচ্ছেদ: ঔষধ গ্রহণের প্রতি উৎসাহ দান। প্রত্যেক রোগের প্রতিষেধক রয়েছে।
পরিচ্ছেদ: ঔষধ গ্রহণের প্রতি উৎসাহ দান। প্রত্যেক রোগের প্রতিষেধক রয়েছে।
৪৩। আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয় যখন আল্লাহ তা'আলা রোগ সৃষ্টি করেন তখন এর জন্য ঔষধও সৃষ্টি করেন। সুতরাং তোমরা (অসুস্থ হলে) ঔষধ গ্রহণ করবে।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ বর্ণনা করেছেন। তাঁর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। তবে ইমরানুল 'আমা ব্যতিক্রম। ইবন হিব্বান (র) ও অন্যান্যরা তাকে নির্ভরযোগ্য বলেছেন। কিন্তু ইবন মা'ঈন (র) ও আরো অনেকে তাকে দুর্বল বলেছেন।)
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ বর্ণনা করেছেন। তাঁর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। তবে ইমরানুল 'আমা ব্যতিক্রম। ইবন হিব্বান (র) ও অন্যান্যরা তাকে নির্ভরযোগ্য বলেছেন। কিন্তু ইবন মা'ঈন (র) ও আরো অনেকে তাকে দুর্বল বলেছেন।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
أبواب الطب
باب ما جاء في الحث على التداوى وأن لكل داء دواءاً
باب ما جاء في الحث على التداوى وأن لكل داء دواءاً
عن أنس ابن مالك (8) قال إن رسول الله صلى الله عليه وسلم قال إن الله عز وجل حيث خلق الداء خلق الدواء فتداووا