মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ৪৮
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
চিকিৎসা পর্ব
পরিচ্ছেদ: ঔষধ গ্রহণের প্রতি উৎসাহ দান। প্রত্যেক রোগের প্রতিষেধক রয়েছে।
পরিচ্ছেদ: ঔষধ গ্রহণের প্রতি উৎসাহ দান। প্রত্যেক রোগের প্রতিষেধক রয়েছে।
৪৮। আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আগুনে পোড়ানো লোহা দ্বারা দাগ দেওয়ার স্থলবর্তী হল, সেঁক দেওয়া, নাসারন্ধ্রে নেকড়া ঢুকানোর স্থলবর্তী হল, নাকে ফোঁটা ফোঁটা ঔষধ প্রয়োগ করা এবং ফুঁক দেওয়ার স্থলবর্তী হল, মুখে ফোঁটা ফোঁটা ঔষধ প্রয়োগ করা।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ (র) বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। তবে আয়েশা (রা) থেকে বর্ণনাকারী ইবরাহীম-এর শ্রুতি প্রমাণিত নেই।)
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ (র) বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। তবে আয়েশা (রা) থেকে বর্ণনাকারী ইবরাহীম-এর শ্রুতি প্রমাণিত নেই।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
أبواب الطب
باب ما جاء في الحث على التداوى وأن لكل داء دواءاً
باب ما جاء في الحث على التداوى وأن لكل داء دواءاً
عن عائشة رضى الله عنها (2) قالت قال رسول الله صلى الله عليه وسلم مكان الكى التكميد (3) ومكان العلاق السَّعوط (4) ومكان النفخ اللدود