মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিকার ও যবাহ অধ্যায়

হাদীস নং: ৩৯
শিকার ও যবাহ অধ্যায়
পরিচ্ছেদ : উঁচু স্থান থেকে পড়ে যাওয়া পশু, পলায়নপর পশু এবং গর্ভস্থ বাচ্চা যবাহ করার বিধান।
৩৯। রাফি' ইবন খাদীজ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) (যুদ্ধে) গনীমত পেলেন। এর মধ্য হতে একটি উট ছুটে গেলে লোকেরা (তার পিছনে) দৌঁড়াল। কিন্তু তারা তাকে ধরতে সক্ষম হল না। তারপর তাদের মধ্য হতে একলোক তীর নিক্ষেপ করে সেটাকে আটক করল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এসব উটের মধ্যেও বন্য পশুর ন্যায় পলায়নের স্বভাব আছে। অতএব কোন উট পালিয়ে গেলে যদি তোমরা তাকে ধরতে না পার তবে তোমরা তার প্রতি এরূপ করবে।
(বুখারী, মুসলিম ও ইমামচতুষ্টয়)
كتاب الصيد والذبائح
باب ذكاة المتردية والنافرة والجنين في بطن أمه
عن رافع بن خديج (9) قال أصاب رسول الله صلى الله عليه وسلم نهباً فندَّ بعير منها فسعوا فلم يستطيعوه، فرماه رجل من القوم بسهم فحبسه، فقال رسول الله صلى الله عليه وسلم أن لهذه الإبل أو النِّعم أوابد كأوابد الوحش فغذا غلبكم شئ منها فاصنعوا به هكذا
tahqiqতাহকীক:তাহকীক চলমান