মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিকার ও যবাহ অধ্যায়

হাদীস নং: ৪০
শিকার ও যবাহ অধ্যায়
পরিচ্ছেদ : উঁচু স্থান থেকে পড়ে যাওয়া পশু, পলায়নপর পশু এবং গর্ভস্থ বাচ্চা যবাহ করার বিধান।
৪০। আবু সা'ঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উটনী, গাভী অথবা বকরীর গর্ভস্থ বাচ্চা সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বললেন, তোমরা ইচ্ছা করলে এটা খেতে পার। কেননা, তার মায়ের যবাহই তার যবাহ।
দ্বিতীয় সূত্রে তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, মায়ের যবাহই গর্ভস্থ বাচ্চার যবাহ।
(আবূ দাউদ, তিরমিযী, ইবন মাজাহ, ইবন হিব্বান, হাকিম। তিরমিযী (র) হাদীসটিকে হাসান বলেছেন। ইবন হিব্বান (র) ও ইবন দাকীকুল ঈদ (র) সহীহ বলেছেন।)
كتاب الصيد والذبائح
باب ذكاة المتردية والنافرة والجنين في بطن أمه
عن أبى سعيد الخدرى (10) قال سألنا رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم عن الجنين يكون في بطن الناقة أو البقرة أو الشاة فقال كلوه إن شئتم فإن ذكاته ذكاة أمه (وعنه من طريق ثان) (1) عن النبى صلى الله عليه وعلى آله وصحبه وسلم قال ذكاة الجنين ذكاة أمه
tahqiqতাহকীক:তাহকীক চলমান