মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিকার ও যবাহ অধ্যায়
হাদীস নং: ৩৮
শিকার ও যবাহ অধ্যায়
পরিচ্ছেদ : উঁচু স্থান থেকে পড়ে যাওয়া পশু, পলায়নপর পশু এবং গর্ভস্থ বাচ্চা যবাহ করার বিধান।
৩৮। আবুল ওশারা (র) সূত্রে তার পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! কণ্ঠনালী এবং লাব্বা (বুকের হাড়)-এর মধ্যবর্তী অংশ ব্যতীত অন্য কোথাও যবাহ হয় না? তিনি বললেন, যদি তুমি তার উরুতেও আঘাত কর তবে তাই তোমার জন্য যথেষ্ট।
(ইমামচতুষ্টয় ও বায়হাকী। খাত্তাবী (র) বলেছেন, হাদীসটিকে দুর্বল বলা হয়েছে। কেননা, এর সকল বর্ণাকারী অজ্ঞাত। আবু উশারা-এর পিতা কে তা জানা যায়নি।)
(ইমামচতুষ্টয় ও বায়হাকী। খাত্তাবী (র) বলেছেন, হাদীসটিকে দুর্বল বলা হয়েছে। কেননা, এর সকল বর্ণাকারী অজ্ঞাত। আবু উশারা-এর পিতা কে তা জানা যায়নি।)
كتاب الصيد والذبائح
باب ذكاة المتردية والنافرة والجنين في بطن أمه
عن أبى العشراء (7) عن ابيه قال قلت يا رسول الله أما تكون الذكاة إلا في الحلق واللبة؟ قال لو طعنت في فخذها (8) لأجزأك