মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিকার ও যবাহ অধ্যায়
হাদীস নং: ৩৭
শিকার ও যবাহ অধ্যায়
পরিচ্ছেদ: যে সব বস্তু দ্বারা রক্ত প্রবাহিত হয় সেগুলো দ্বারা যবাহ করা বৈধ। তবে দাঁত ও নখ ব্যতিক্রম। পলাতক উটের বিধান।
৩৭। আতা ইবন ইয়াসার (রা) বনু হারিসার জনৈক ব্যক্তি হতে বর্ণনা করেন যে, এক ব্যক্তি তার উটনীর বুকে কীলক দ্বারা আঘাত করল। তখন সে এটা হাতছাড়া হওয়ার আশংকা করেছিল। এরপর সে নবী (ﷺ) এ সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি তাকে এবং লোকদেরকে এটা খাওয়ার নির্দেশ দিলেন।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। ইহার সূত্র উত্তম।)
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। ইহার সূত্র উত্তম।)
كتاب الصيد والذبائح
باب جواز الذبح بكل ما أنهر الدم إلا السن والظُّفر وما يفعل بالبعير الناد
عن عطاء بن يسار (4) عن رجل من بنى حارثة أن رجلاً وجأ ناقة (5) في لبتها بوتد وخشى أن تفوته (6) فسأل النبى صلى الله عليه وسلم فأمره وأمرهم بأكلها