মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিকার ও যবাহ অধ্যায়

হাদীস নং: ৩৬
শিকার ও যবাহ অধ্যায়
পরিচ্ছেদ: যে সব বস্তু দ্বারা রক্ত প্রবাহিত হয় সেগুলো দ্বারা যবাহ করা বৈধ। তবে দাঁত ও নখ ব্যতিক্রম। পলাতক উটের বিধান।
৩৬। সাফীনা (র) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি ধারালো কাষ্ঠখণ্ড দ্বারা তার উটনী যবাহ করল। এরপর নবী (ﷺ) -এর নিকট এ সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি তাদেরকে এটা খাওয়ার অনুমতি দিলেন।
(বাযযার। হায়ছামী (র) বলেছেন, আহমাদ (র)-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। তবে এটা ইয়াহয়া ইবন কাসীর (র) সাফীনা (র) থেকে বর্ণনা করেছেন। )
كتاب الصيد والذبائح
باب جواز الذبح بكل ما أنهر الدم إلا السن والظُّفر وما يفعل بالبعير الناد
عن سفينة (1) أن رجلاً أشاط ناقته (2) بجذل فسأل النبى صلى الله عليه وسلم فأمرهم بأكلها
tahqiqতাহকীক:তাহকীক চলমান