মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিকার ও যবাহ অধ্যায়
হাদীস নং: ৩৫
শিকার ও যবাহ অধ্যায়
পরিচ্ছেদ: যে সব বস্তু দ্বারা রক্ত প্রবাহিত হয় সেগুলো দ্বারা যবাহ করা বৈধ। তবে দাঁত ও নখ ব্যতিক্রম। পলাতক উটের বিধান।
৩৫। যায়দ ইবন সাবিত (রা) থেকে বর্ণিত যে, একটি নেকড়ে একটি বকরীর গায়ে দাঁত বসাল। তখন লোকেরা একটি ধারালো পাথর দ্বারা তা যবাহ করে। রাসূলুল্লাহ (ﷺ) এটা খাওয়ার জন্য অনুমতি দিলেন।
(নাসাঈ, ইবন মাজাহ, বায়হাকী। হাদীসটির সূত্র হাসান।)
(নাসাঈ, ইবন মাজাহ, বায়হাকী। হাদীসটির সূত্র হাসান।)
كتاب الصيد والذبائح
باب جواز الذبح بكل ما أنهر الدم إلا السن والظُّفر وما يفعل بالبعير الناد
عن زيد بن ثابت (11) أن ذئباً نيِّب (12) في شاة فذبحوها بمروة فرخص النبى صلى الله عليه وسلم في أكلها