মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিকার ও যবাহ অধ্যায়

হাদীস নং: ৩৪
শিকার ও যবাহ অধ্যায়
পরিচ্ছেদ: যে সব বস্তু দ্বারা রক্ত প্রবাহিত হয় সেগুলো দ্বারা যবাহ করা বৈধ। তবে দাঁত ও নখ ব্যতিক্রম। পলাতক উটের বিধান।
৩৪। মুহাম্মাদ ইবন সাফওয়ান (র) থেকে বর্ণিত যে, একদা তিনি দু'টি খরগোশ শিকার করলেন। কিন্তু এগুলো যবাহ করার জন্য কোন লৌহদ্রব্য পেলেন না। শেষে তিনি ধারালো পাথর দ্বারা এ দু'টিকে যবাহ করেন। তারপর তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসলে তিনি তাকে তা খেতে নির্দেশ দেন।
(আবূ দাউদ, নাসাঈ, ইবন মাজাহ)
كتاب الصيد والذبائح
باب جواز الذبح بكل ما أنهر الدم إلا السن والظُّفر وما يفعل بالبعير الناد
عن محمد بن صفوان (10) أنه صاد أرنبين فلم يجد حديدة يذبحهما بها فذبحهما بمروة، فأتى رسول الله صلى الله عليه وسلم فأمره بأكلها
tahqiqতাহকীক:তাহকীক চলমান