মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিকার ও যবাহ অধ্যায়
হাদীস নং: ৩৩
শিকার ও যবাহ অধ্যায়
পরিচ্ছেদ: যে সব বস্তু দ্বারা রক্ত প্রবাহিত হয় সেগুলো দ্বারা যবাহ করা বৈধ। তবে দাঁত ও নখ ব্যতিক্রম। পলাতক উটের বিধান।
৩৩। জাবির ইবন আবদিল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ)-এর নিকট বনূ সালামা-এর এক যুবক এসে বলল, আমি একটি খরগোশ পেয়ে তাকে আঘাত করলাম। সে সময় আমার নিকট যবাহ করার মত কোন লৌহদ্রব্য ছিল। আমি সেটাকে ধারালো পাথর দ্বারা যবাহ করলাম। নবী (ﷺ) তাকে বললেন, তুমি এটা খেতে পারবে।
(তিরমিযী, বায়হাকী। হাদীসটির সূত্র ভাল।)
(তিরমিযী, বায়হাকী। হাদীসটির সূত্র ভাল।)
كتاب الصيد والذبائح
باب جواز الذبح بكل ما أنهر الدم إلا السن والظُّفر وما يفعل بالبعير الناد
عن جابر بن عبد الله (9) قال أتى النبى صلى الله عليه وسلم فتى شاب من بنى سلمة فقال إنى رأيت أرنباً فخذفتها ولم تكن معى حديدة أذكيها بها وإنى ذكيتها بمروة، فقال له النبى صلى الله عليه وسلم كل